গান চিরদিন এই দুটো শব্দেই সব বলা হয়ে যায়। এই ওয়েব সাইট টা তৈরি করার পেছনে তাগিদ বা প্রেরণা অনুভব করেছি। ছেলেবেলায় অ, আ, A, B... খেলাধুলার হাত ধরে এই পৃথিবীতে যখন টলমলো হাটতে শুরু করেছিলাম, শ্রোতা আমি তখন থেকেই। মা বোনদের অনুরোধের আসরে সুরের মেলায় তখন থেকেই আমি অংশগ্রহণকারী, সেই শুরু। রেডিও শোনার থেকে শুরু করে বিয়ের আসরে, পুজোমণ্ডপে বাজানো রেকর্ড দূর থেকে প্রাণভরে শোনার আবেদন কোন দিনও ভুলবো না।

গানশোনা, রেকর্ড কেনা, ক্যাসেটের সংগ্রহ, পরবর্তীতে CD, গানের বইয়ের সংগ্রহ ইত্যাদি পর পর হয়ে আসছে। মনে পরে স্বাধীনতার পর এক পানের দোকানে রেকর্ডের স্তূপ দেখে চঞ্চল হয়ে উঠেছি। সেখান থেকে পুরনো সব দুষ্প্রাপ্য গান সংগ্রহ করেছি। বন্ধুবর নাসির সঙ্গে ছিল, তার মনে আছে কিনা জানিনা।

কালে কালে বেলা যখন বেশ বেড়ে গেলো, মনে হল এইসব পুরনো সুর আমারই মত যারা আকুল হয়ে শোনেন, আজও মুগ্ধ হন তাদের সঙ্গে আনন্দটা ভাগ করে নিলে মন্দ হয় না। গানগুলো আমার মত অনেক অনেক মানুষই পছন্দ করবে, তাই আমার গানের সংগ্রহের ডালি সবার জন্য তুলে ধরার নিমিত্তে আমাদের এই ছোট্ট প্রয়াস। প্রচেষ্টা কিছুটাও যদি সফল হয় নিজেকে ধন্য মনে করবো।

গানের লিস্টিং শ্রোতাদের সুবিধার্থে করা হয়েছে যেমন - বাংলা আধুনিক (BA), রবীন্দ্রসঙ্গীত (RS), নজরুলগীতি (NG), ভক্তিগীতি (BG), পল্লীগীতি (PG), আতুল প্রসাদ (AP), রজনী কান্ত (RK), দেশাত্মবোধক (DMJ), ইত্যাদি । আরও একটা সুবিধা শ্রোতাদের জন্য দেয়া হয়েছে, প্রতিটি গানের শিল্পী, গীতিকার, সুরকার, প্রকাশকাল, ছবির নাম ইত্যাদি যতদূর সংগ্রহে ছিল।

গানের প্রকাশকাল, গীতিকার, সুরকার এদের খুঁজে পেতে অনেক সময়, ধৈর্য্য এবং শ্রম ব্যয় করতে হয়েছে। গানের সব তথ্য যেন সহজে পাওয়া যায় এই সাইট সেটা সহজ করে দিয়েছে। চেষ্টার ক্রুটি না রাখার সবরকম প্রচেষ্টা করা হয়েছে। তবুও অনেক তথ্য হয়তো বা ভুল অথবা অসম্পূর্ণ রয়ে গেছে। শ্রোতারা অনুগ্রহ করে ভুল তথ্য সংশোধন অথবা অসম্পূর্ণ তথ্য সম্পূর্ণ করে এই সাইটিকে সমৃদ্ধ করতে সহায়তা করবেন, এই কামনা করছি। এই ওয়েব সাইটে আসুন, রেজিস্ট্রেশন করুন,গান শুনুন সাথে গান সম্পর্কিত তথ্য জানুন, ডাউনলোড করুন। আমার এই প্রচেষ্টা সার্থক হবে অনেকের আনন্দের মধ্য দিয়ে।

যাদের সাহায্যে এত সংগ্রহ তাদেরকে আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই – তেমন ব্যক্তির সংখ্যা কম নয়। এই সল্প পরিসরে সবার নাম উল্লেখ করা গেল না। তবে বন্ধুবর শফিকুল আলমের কাছে কৃতজ্ঞতার উল্লেখ না করলেই নয়। Database তৈরি করতে অসম্ভব পরিশ্রম করতে হয়েছে। সে কাজে অংশ নিয়ে আমার কষ্ট অনেক পরিমানে লাঘব করেছেন আমার স্ত্রী শায়লা রহমান। সে সাথে তার উৎসাহ দানে যে প্রেরণা পেয়েছি তা ও ভুলবার নয়।


Visitor Statistics
» 1 Online
» 35 Today
» 81 Yesterday
» 116 Week
» 1055 Month
» 14031 Year
» 119575 Total
Record: 443 (29.05.2025)

Users Comments

  • Ashim Bhowmik Friday Fri Mar 11 2016 13:58:12 GMT 0600 (BDT)

    কৃতজ্ঞতা @ প্রকৌশলী শফিকুর রহমান।